Amaro Porano Jaha Chay lyrics ( আমার পরাণ যাহা চায় ) | Mimi Chakraborty, Rabindra Sangeet :
Amaro Porano Jaha Chay song sung by Mimi Chakraborty. This song written by rabindranath Tagore. This song published on YouTube Channel Mimi Chakraborty.Lyrics and Lyrics Pdf are given below.
🎵Song Credits:
Song Name: Amaro Porano Jaha Chay ( আমার পরাণ যাহা চায়) Singer & Featuring: Mimi ChakrabortyLyrics: Rabindranath Tagore Music Arranged: Dabbu
Published : (YouTube) Mimi Chakraborty
Amaro Porano Jaha Chay lyrics in Bengali :
আমার পরান যাহা চায়তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও।
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও।
আমি তোমারে পেয়েছি
হৃদয়মাঝে
আর কিছু নাহি চায় গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়।
আমি তোমার বিরহে রহিব
বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরস-মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই
যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরাণ যাহা চায়।।
আমার পরাণ যাহা চায় লিরিক্স :
Amaro porano jaha chay tumi tai, tumi tai go
Toma chara aar e jogothe mor keho nai, kichu nai go
Tumi shukho jodi nahi paao, jaao shukhero shondhane jaao—
Ami tomare peyechi hridoyo majhe, aaro kichu nahi chai go
Ami tomari birohe rohibo bileeno, tomatey koribo bash
Deergho dibosho deergho rajani, deergho borosho-mash
Jodi aaro-kaare bhalobasho, jodi aaro phire nahi asho,
Tobe tumi jaha chao tai jeno pao, ami joto dukho pai go
_________________________________