Dibbi Tomaye Lyrics (দিব্যি তোমায়) – Raghab | Rajib Chakraborty

Dibbi Tomaye song lyrics Raghab chatterjee
                   

Dibbi Tomaye Song By Raghab Chatterjee :

Dibbi Tomaye song by Raghab Chatterjee new song. Dibbi Tomaye  song is sung by Raghab Chatterjee. Composer of the song Raghab Chatterjee. Lyrics is written by Rajib Chakraborty. Dibbi Tomaye song full lyrics are given below.

Dibbi Tomaye song Song Credit:

Song name : Dibbi Tomaye
Singer: Raghab
Composer: Raghab Chatterjee
Lyrics by: Rajib Chakraborty
       Dibbi Tomaye video song

 Dibbi Tomaye Lyrics – Raghab Chatterjee :

অন্ধ সেজে থাকবো না
দেওয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ

অন্ধ সেজে থাকবো না
দেওয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ
ধর্ম মানে বর্ম নয়
ভাত কাপড়ে হবে জয়
আমার ভেতর এক সাধারণ লোক

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়
দিব্যি তোমায়

কাঁটাতার মুছে দাও
আগামীর দু চোখে
নিঃশ্বাসে বেঁচে থাকে সুর

কাঁটাতার মুছে দাও
আগামীর দু চোখে
নিঃশ্বাসে বেঁচে থাকে সুর
গোলাভরা ধান আর
জীবনের উৎসব
বিশ্বাসে কিছু রোদ্দুর

সেখানে আলি-আকবর মিশেছে নীতিতে
ভালোবাসা আছে অন্তমিলে

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়

স্বপ্নের ব্যারিকেড
প্রতিবাদে চুম্বন
বিক্ষোভে চৌরাসিয়া
স্বপ্নের ব্যারিকেড
প্রতিবাদে চুম্বন
বিক্ষোভে চৌরাসিয়া
গোলাপের বেয়োনেটে
পেতে দাও এই বুক
কন্ঠে যে বড়ে
গোলাম মিঞা

যেখানে আসছে সকাল
আলোর আযোজন
সেখানে ভাসিয়ে দেব আমার এই মন
আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়

অন্ধ সেজে থাকবো না
দেওয়ালে পিঠ রাখবো না
যতই তুমি রাঙাও আমায় চোখ
ধর্ম মানে বর্ম নয়
ভাত কাপড়ে হবে জয়
আমার ভেতর এক সাধারণ লোক

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়
আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায় ।

আমার আল্লা বাঁধে এই ঘর
বুকভরা ঈশ্বর
আমি রূখতে জানি ঝড়…ভালোবাসার
দিব্যি তোমায়……
___________________________

Leave a Comment