Hariye Gecho Bengali Latest Album song 2020 is sung by Keshab Dey. Lyrics written by Rita Dey & Keshab Dey. This is a sad song Of Broken Love.
Hariye Gecho song Info:
Song : Hariye Gecho
Singer : Keshab Dey
Lyrics : Rita Dey & Keshab Dey
Music Arrangement : Tapas Roy
Story : Utpal Das
D.O.P : Shampad Banik
Hariye Gecho Song Lyrics
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।।
সুখের তারায় তোমার ছবি
আঁকবো বলে শুধু ভাবি,
মনের গোপনে অন্ধকারে
হাতড়ে বেড়াই ঘুমের ঘোরে।
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো।।
তোমার আশা যাওয়ার মাঝে
শূন্য জীবন পড়ে আছে,
চাইনা পেতে আর তোমাকে
একা জীবন ভালো লাগে।
আছি আজ আমি থাকবো কাল
তোমার স্মৃতি বুকে ধরে।
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
দৃষ্টি আছে তবু পাইনা খুঁজে
তোমায় মনের আড়ালে,
হারিয়ে গেছো তবু আছো
বারে বারে পিছু ডাকো,
বারে বারে পিছু ডাকো,
বারে বারে পিছু ডাকো।।
—————————–