Tahsan Khan – new song Protibadi Gaan Lyrics
Protibadi Gaan Song Credit:
Movie/Album :
Singer: Tahsan Khan
Lyrics by: Tahsan
Composition : Tahsan And The Band
Guitars : Shourin
Bass : Shimul
Drums : Samiul
Keys : Adit
Yamaha Studio Presents Protibadi Gaan
Protibadi Gaan Song Lyrics In Bengali :
আমি পরাজিত কবি।
প্রতিবাদী গান শুনতে চায়না কেউ
স্তব্ধ মৃত্যু পুরী।
তবু হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।।
দেশপ্রেমিক তুমি,
যে তুমি দেশান্তরি নও
যে তুমি অস্ত্রের ভয়ে পিছু হটো না।
আলোর মিছিলে
সেই নতুন কান্ডারী,
দিগবিজয়ী কাউকে খুঁজে নাও।
পরাজিত কবির অসহায় আর্তনাদ
দেশপ্রেমিক গৃহবন্দী।
দেয়ালে যখন পিঠ
সেই সময়ের অপেক্ষা
জাতির শিরদাঁড়ার অগ্নিপরীক্ষা ..
প্রতিবাদী গান লিখবোনা আমি
আমি পরাজিত কবি।
প্রতিবাদী গান..
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
দুর্বৃত্তেরা যতই সংঘবদ্ধ হোক
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি।
হুঙ্কার ছেড়ে অভিশাপ দিতে পারি
অসহায় অবতার হয়ে কাঁদতে পারি,
অস্ত্রের মুখে নতজানু হলেও
প্রকৃতির জবাবের অপেক্ষায় থাকি ..
Tahsan Khan – Protibadi Gaan Song Lyrics In English (Benglish) –
Ami porajito kobi
Protibaadi gan Shunte chayna keu
Stobdho mrittu puri
Tobu hunkar chere obhishap dite pari
Oshohay obotar hoye kadte pari
Durbittera jotoi songhoboddho hok
Prokritir jobaber opekkhay thaki
oshtrer mukhe notojanu holeo