Tomake Bhalobeshe song (তোমাকে ভালোবেসে) – Tansener Tanpura :
Tomake Bhalobeshe song from Bengali flim/Web series Tansener Tanpura .Tomake Bhalobeshe song is sung by Piu Mukherjee, Jimut Roy. Tansener Tanpura Artist are Joy Sarkar , Srijato ,Jimut-Piu & Vikram-Rupsa.
Composer of the song Joy Sarkar. Lyrics is written by Srijato. Tomake Bhalobeshe song full lyrics are given below. Tomake Bhalobeshe song download lyrics.
Tomake Bhalobeshe Song Credit:
Song name : Tomake Bhalobeshe (তোমাকে ভালোবেসে)
Singer : Piu Mukherjee, Jimut Roy
Movie/Web Series: Tansener Tanpura
Composer: Joy Sarkar
Lyrics by: Srijato
Artist : Joy Sarkar | Srijato |Jimut-Piu | Vikram-Rupsa
Tomake Bhalobeshe song Lyrics – Tansener Tanpura
তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে, এমনি সম্মোহন
সেই মনেরই নাম, জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মন যোগে, দিইনি কিছু দাম
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে
প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায় হৃদি উজান যায়
তাকে তো রাখা যায় না
তোমাকে ভালবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
Ami Pathore Ful Photabo Lyrics
https://www.faskbd.com/