Tomarei koriyachi jiboner Dhrubatara Rabindra Sangeet lyrics:-
Tomarei koriyachi jiboner Dhrubatara lyrics. It is one of favorite Rabindra sangeet.
Tomarei koriyachi jiboner Dhrubatara song sung by Babul Supriyo,
Lyrics written by Rabindranath Tagore.
Song Credits:
Lyrics, Melody & Composition :Rabidranath Tagore
Singer: Babul Supriyo
Arrangement: Bickram Ghosh
Tomarei koriyachi jiboner Dhrubatara(তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা) lyrics:-
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো,
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা...
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
তব মুখ সদা মনে ,জাগিতেছে সংগোপনে,
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।
তব মুখ সদা মনে ,জাগিতেছে সংগোপনে,
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।
কখনো বিপথে যদি,
ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি,
ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
জীবনের ধ্রুবতারা,
জীবনের ধ্রুবতারা ।
_______________________________________________________________