Middle Class Family Song lyrics Cinebap Mrinmoy
ছোট থেকে বড় হলাম একই বাণী শুনে,
ডিগ্রী নাও, চাকরি পাও স্বপ্ন খুন মনে।
মুখ ফসকে বলেছিলাম কমেডি টা করতে চাই,
বাপ বলে জোকার হবি , লোকে বলবে দেশের ভাই ।
লোকে ভাববে , লোকে বলবে সেই গুরুত্ব বেশি ;
তোর ছেলের শখের খেতায় আগুন ইম্পর্টেন্ট প্রতিবেশী।
১০টা ৫টা ডিউটি করো,
বাড়ি ফিরে সেক্স করো।
একে নাকি সেটেল বলে ,
শখ-আহ্লাদ তো বানের জলে ।
মোরা middle class family
হিসেব করি অনলি
ভিজে গামছা মোদের AC ব্রো,
সেভিং করি extremely
জিন্স চাইলে হাফপ্যান্ট ,
বাইক চাইলে সাইকেল ,
মোবাইল তো দূরে থাক দু টাকা পেতে মাইর -কেল।
শ্যাম্পু উইক্লি একবার ,
ব্রাস ডেইলি দুইবার,
শেষ হলে টিউব কেটে ম্যানেজ করা দরকার ।
গাডার লাগানো টিভির রিমোট ,
আর চলে না ,
থ্যাবড়া মেরে চালা তবু
ব্যাটারি কেন হবে না ।
পটল স্যার পিকনিক যাবে,
টাকা দাও বাবা ।
মাস শেষ টাকা নাই মানিব্যাগ ফাঁকা।
মোরা middle class family
হিসেব করি অনলি
ভিজে গামছা মোদের AC ব্রো,
সেভিং করি extremely
বড় ভাইয়ের পুরনো ড্রেস
হত ঢিলাঢালা ,
সেই পড়ে কেটেছিল আমার ছোটবেলা।
মাংস রোজা হবে না ,
ভাত খেলা যাবে না ,
গোটা ডিমের ওমলেট পেলে ,
খুশি আর ধরে না।
ভালো করে পড় বাবা ,চাকরি পেতে হবে।
রিটেয়ার করে গেলে , পেনশন কমে যাবে।
মধ্যবিত্তের বড়ো দোষ রিক্স নিতে জানে না ,
বাধাধরা পথ ছাড়া অন্য দিকে হাঁটে না।
মধ্যবিত্ত কোন জাতি গোষ্ঠী বা ক্লাস নয় এটি একটি মেন্টালিটি ব্লাডি ন্যারো মাইন্ডের মেন্টালিটি
মোরা middle class family
হিসেব করি অনলি
ভিজে গামছা মোদের AC ব্রো,
সেভিং করি extremely