Bologo Bologo Shokhi song lyrics by Laila :
New Bangla Song Bologo Bologo Shokhi sung by Laila. Music of this song given by Sihan.Lyrics & Tune by Radharaman Dutta.
Song : Bologo Bologo Shokhi (বলোগো বলোগো সখী)
Singer : Laila
Lyric & Tune : Radharaman Dutta Music : Sihan
Language : Bangla
Label : Agniveena
Bologo Bologo Shokhi lyrics by Laila
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে গেলে আমার (২)
প্রাণবন্ধুরে পাই
কোন বা দেশে যাই
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
আপন জেনে প্রাণবন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
হৃদে দিলাম ঠাঁই
আপন জেনে প্রাণবন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
হৃদে দিলাম ঠাঁই
দিল আশা ভাঙ্গল বাসা(২)
আর প্রেমে কাজ নাই
আর প্রেমে কাজ নাই
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রায় যাই
শুইয়া নিদ্রায় যাই
সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রায় যাই
শুইয়া নিদ্রায় যাই
শুইলে স্বপনে দেখি(২)
শ্যাম লইয়া বেড়াই(২)
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
ভাইবে রাঁধারমন বলে
শুনগো ধনী রাই
শুনগো ধনী রাই
ভাইবে রাঁধারমন বলে
শুনগো ধনী রাই
শুনগো ধনী রাই
পাইলে শ্যাম রে ধরবো গলে(২)
ছাড়াছাড়ি নাই
ছাড়াছাড়ি নাই
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
কোন বা দেশে গেলে আমার (২)
প্রাণবন্ধুরে পাই
কোন বা দেশে যাই
বল গো বল গো সখি
কোন বা দেশে যাই
কোন বা দেশে যাই
------
Post a comment
Post a comment