Ami Chai Thakte Lyrics (আমি চাই থাকতে) - Nusraat Faria
Ami Chai Thakte Lyrics (আমি চাই থাকতে) by Nusraat Faria. Latest Bengali Song Ami Chai Thakte sung by Nusraat Faria.Nusraat Faria New album song Ami Chai Thakte ft.Master D with Baba Yadev.
In this Article You can find Ami Chai Thakte Song Lyrics - Nusraat Faria, Let's read Lyrics.
Ami Chai Thakte Lyrics
ফারিয়া ভেবেছি বারে বারে প্রেমে পরেছি মনে তারি ছবি একেছি আর ভালোবাসা কি আমি বুঝেছি মাষ্টার ডি মন ফেরে না ঘরে ফেরে না বলনা কি করি আজ আমি তোকে নিয়ে ফারিয়া মন সহে না এই যন্ত্রনা উদাস হয়ে ভেবে যাই তোকে তোর মনের মাঝেতে তোর কথার ভাজেতে তোর ভাবনা গুলোতে আমি চাই থাকতে মাষ্টার ডি তোর ঝুমকা দোলাতে তোর হাতের চুড়িতে তোর লাল লাল ঠোটে আমি চাই থাকতে ফারিয়া ও রে কি জাদু তুই করলি ? কেরে নিলি ঘুম । হয়ে যাবো আমি loka My heart goes boom boom boom মাষ্টার ডি ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি ফারিয়া মন ফেরে না ঘরে ফেরে না বলনা কি করি আজ আমি তোকে নিয়ে মাষ্টার ডি মন সহে না এই যন্ত্রনা উদাস হয়ে ভেবে যাই তোকে ফারিয়া তোর মনের মাঝেতে তোর কথার ভাজেতে তোর ভাবনা গুলোতে আমি চাই থাকতে মাষ্টার ডি তোর ঝুমকা দোলাতে তোর হাতের চুড়িতে তোর লাল লাল ঠোটে আমি চাই থাকতে ফারিয়া তোর হাতের ছোয়াতে তোর ঘুমের ঘোরেতে তোকে সপ্ন দেখাতে আমি চাই থাকতে মাষ্টার ডি তোর সপ্ন গুলোতে তোর নাকের নোলোকে তোর গালের তিলেতে আমি চাই থাকতে ফারিয়া তোর মনের মাঝেতে তোর কথার ভাজেতে তোর ভাবনা গুলোতে আমি চাই থাকতে মাষ্টার ডি তোর ঝুমকা দোলাতে তোর হাতের চুড়িতে তোর লাল লাল ঠোটে আমি চাই থাকতে
__________________
Ami Chai Thakte Song Video & Information :
Ami Chai Thakte Lyrics - Nusraat Faria,
if you find any mistake this song lyrics then Comments with correct Lyrics.
Download Ami Chai Thakte Song Lyrics - In Pfd Below on The Box.
Post a comment
Post a comment