Bhalobese Dile Faki Lyrics By Samz Vai : The Latest Bengali song Bhalobese Dile Faki Sung by Samz Vai. It music given by Ankur Mahamud and Bhalobese Dile Faki song Lyrics In Bengali are written by Mehedi Hasan Limon.
-
Content:-
-
Bhalobese Dile Faki Song Lyrics In Bengali
-
Song Details Official Music Video of Bhalobese Dile Faki
-
(Download)Bhalobese Dile Faki Lyrics In Pdf file
-
Bhalobese Dile Faki song Photo HD download
Bhalobese Dile Faki Lyric – Samz Vai
কী কারণে চলে গেলে
দিয়ে বেদনা,
একা ভালো থাকবে তুমি
কথা ছিল না।
চোখের নিচে কালো দাগ
দেখেও দেখলে না,
নিজের ভালো বুঝলে ঠিকই
আমায় বুঝলে না।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
কত আশা ছিল মনে
কত যে পথ চলা বাকি,
এত কিছুর পরেও আমি
আসবে ফিরে, স্বপ্ন দেখি।
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
তাই আমার এই পরিণতি।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
এত ব্যথা পোড়া বুকে
চোখে জল রাশি রাশি,
দিয়েছিলে কত কথা
সব কি ছিল মিছামিছি?
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
তাই আমার এই পরিণতি।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
Bhalobese Dile Faki Song Lyrics In Bengali
Ki karone chole gele diye bedona
Eka valo thakbe tumi kotha chilona
Chokher niche kaalo daag
Dekheo dekhle na
Nijer valo bujhle thiki
Amay bujhle na
Tumi bhalobeshe dile faki
Eto kosto kothay ami kivabe rakhi
Jaar kache gele sukher laagi
Bolo amar cheye beshi valobashe ki?
Hoyto ami pagol chilam
Tomar preme ondho chilam
Tai amar ei porinoti
Tumi valobese dile fanki
_____________
Bhalobese Dile Faki Song Video & Details :-
if you find any mistake this song lyrics then Comment with correct Lyrics.
Download,Bhalobese Dile Faki Lyrics (Samz Vai) In Pfd, Below on The Box. If any problem then comments Us.