Dugga Elo Lyrics (দুগ্গা এলো) Akriti Kakar , Debanjali & Priyanka Sarkar, Durga Puja Song
Dugga Elo song
Lyrics by Akriti Kakar & Debanjali B Joshi:
Latest Bengali Durga Purga Song 2020 Dugga Elo – Priyanka Sarkar, Monami Ghosh, Sandipta Sen, Adrija Roy, Trina Saha, Swastika Dutta, Roshni Bhattacharya, Antasheela Ghosh, Rittika Sen, Bibriti Chatterjee ect. Music Composed by Ajay Singha,
Lyrics written by Rajib Chakraborty and Director by Baba Yadav.
In this Article You can find Dugga Elo Song Lyrics – Priyanka Sarkar, Akriti Kakar, Let’s read Lyrics.
Dugga Elo Song Lyrics – Priyanka Sarkar, Akriti Kakar
( সংলাপ)
সময় যত অচেনা হোক
উৎসবের পরশ লাগুক প্রাণে,
আলোয় আলোময় হয়ে উঠুক রূপ-লাবণ্য
এতটুকু আঁধার যেন না থাকে মনে,
মায়ের আশীর্বাদে তো সবার অধিকার
তাই সময় যতই অচেনা হোক
উৎসবের পরশ লাগবেই প্রাণে।
(গান)
শিউলি ফুলের নোলক দেবো
দেবো কাঁচের চুড়ি,
খোঁপায় আমি বেঁধে দেবো
হলুদ সোনাঝুরী।
নুপুর দেব ঝুমকো লতার
কলকা পাড়ের শাড়ি,
শালুক ফুলের মেঘ মুলুকে
হাওয়ায় টানে গাড়ি।
ও কাশফুলের ঐ দুধ সাদা রং
আকাশ বুঝি সাজে,
অন্ধকারের রাত পেরিয়ে
আলোয় বাঁশি বাজে ..
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো, দুগ্গা এলো
দুগ্গা এলো, দুগ্গা এলো ..
মা যে আমার দশভূজা
আগলে রাখে সব
ধনধান্যে পুষ্পে এবার সাজাবো উৎসব।
হাজার বিপদ ঘনিয়ে এলে
করবো না আর ভয়,
সবাই মিলে বলো এবার
দুগ্গা মায়ের জয়,
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই …
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
অঞ্জলী আর সন্ধি পুজো
পঞ্চ প্রদীপ জ্বালো,
ত্রি-নয়নি মাগো তুমি
ভুবন জোড়া আলো।
আর যেওনা মাগো তুমি
থাকো সবার ঘরে,
অসুখবিনাশে যেন দূর্গা বসত করে।
সব ভালো হোক দুহাত পেতে
মায়ের কাছে চাই,
আশ্বিনের এই শারদ প্রাতে
আনন্দ গান গাই …
দুগ্গা এলো দুগ্গা এলো
মন লাগেনা রে,
বুকের ভেতর ঢ্যাংকুরাকুর
বাদ্যি বাজে রে,
দুগ্গা এলো দুগ্গা এলো
দুগ্গা এলো দুগ্গা এলো ..
______________
Dugga Elo Song Video & Information :
if you find any mistake this song lyrics then Comment with correct Lyrics.
Download
Dugga Elo Song Lyrics , In Pfd Below on The Box.