Kalo Jole Kuchla Tole Lyrics – Rishi Panda |Tramline Bangla Folk 2021
Bangla Folk Song ‘Kalo Jole Kuchla Tole’ Lyrics (কালো জলে কুচলা তলে) Is Sung by Rishi Panda from album Tramline. Kalo Jole Kuchla Tole Lyrics in Bengali.Bangla Folk 2021.
Songs Details
Song Title: Kalo Jole Kuchla (কালো জলে কুচলা তলে)
Singer: Rishi Panda
Album/Flim: Tramline
Music: Rishi Panda
Lyrics: Rishi Panda
Label: Rishi Panda
Aranger, Mix & Master: @Rupak Tiary
Flute: Swarajit Ratul Guha
Release Date: 09 January, 2021
Kalo Jole Kuchla Tole Lyrics – Rishi Panda
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
_________________________
Kalo Jole Kuchla Tole Song Video
LyricsAgain FAQs
-
What Album the “Kalo Jole Kuchla Tole” song is from?
The song “Kalo Jole Kuchla” is from the album “Tramline”.
-
Who is the singer of “Kalo Jole Kuchla” song?
Rishi Panda has sung the song “Kalo Jole Kuchla Tole”.