Ki Naamey Daaki (কী নামে ডাকি) Song sung by Shubhamita,From the bengali Movie Cheeni (চিনি) .this song music given by Amit- Ishan.Ki Naamey Daaki Lyrics in Bengali written by Ritam Sen. Cast: Subhamita , Aparajita, Madhumita ,Ritam & Mainak.
Ki Naamey Daaki Lyrics
তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?
সাদা কালোয় বয়স আঁকে
স্মৃতির কারুকাজ
ভুলে যাওয়া গল্পগুলো
আসছে ফিরে আজ
কী নামে ডাকি
বলো কী করে থাকি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি
ছিল যত ইচ্ছে
ভাসান দিচ্ছে
সুতো গুলো ছিঁড়ছে যে হাওয়ায়
ওওও...
ভাসালো আজ মন
সময়ের ভাঙন
গন্ধেরা কেমন রাত জাগায়
এই পাশে থাকা
অজান্তে ডাকা
নেই সে ভালো নেই, ভাবলেই
কী নামে ডাকি
বলো কী করে থাকি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি
তোমাকে কিভাবে আমি আগলে রাখি
Post a comment
Post a comment