Alo Lyrics by Imran Mahmudul:
“Alo (আলো)” Bengali Song lyrics sung by Imran Mahmudul And Poni Chakma. Alo lyrics in Bengali written by Robiul Islam Jibon and music composed by Imran Mahmudul. This song is featuring Imran Mahmudul & Poni Chakma Let’s read Imran Mahmudul’s New Bengali Song Alo Lyrics.
‘ALo’ About The Song Details :
Song: Alo
Singer: Imran Mahmudul & Poni Chakma
Lyrics : Robiul Islam Jibon
Tune, Music, Mix & master: Imran Mahmudul
Label : Central Music and Video [CMV]
Alo Lyrics Imran Mahmudul
You name dreams
The sky touched my mind.
You name dreams
Touch the sky of my mind,
The story lost its mind at night
Happiness spread in the imagination,
Oh .. I lost my mind at night
Happiness spread in the imagination.
I know you like me
I know light will come to my house.
I draw you with two eyes
হৃদয়ে তোমায় রাখি,
তুমি তো জাদুর আয়না।
বেঁধেছো মায়ার ডোরে
থাকি যে তোমার ঘরে,
কিছুতে ভোলা যায় না।
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি
করি যে তোমার সাধনা,
মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়
আমাকে তুমি বাঁধোনা।
যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই,
তোমাতে প্রাণ জোড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
তুমি নামের স্বপ্ন গুলো
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো
কল্পনাতে সুখ ছড়ালো।
আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।
“Alo” Song FAQ_
Q. Who is the singer of “Alo (আলো)” song?
Ans: The singers of the song “Alo” is Imran Mahmudul And Poni Chakma.
Q. Who is the composer of “Alo” Bengali song?
Ans: “Alo” Song is composed by Imran Mahmudul.
Q. Who wrote the lyrics of “Alo ” song?