“Nijeder Mawte Nijeder Gaan” song lyrics bengal sung by Arko Mukhaerjee, Subhadeep Guha, Anirban Bhattacharya, Anupam Roy, Anindya Chattopadhyay, Rupankar Bagchi, Debraj Bhattacharya , Sampa Biswas , Surangana Bandyopadhyay , Ujan Chatterjee , Rwitobroto Mukherjee, Riddhi Sen.Nijeder Mawte Nijeder Gaan lyrics in bengali written by Anirban Bhattacharya and music composed by Subhadeep Guha. Lets read full Song lyrics__নিজেদের মতে নিজেদের গান.
Nijeder Mawte Nijeder Gaan song lyrics
ইতিহাসকে বলো পুরানো
তোমার কাজ শিক্ষাকে লাঠিপেটা করে
মূর্খের জ্বালা জুড়ানো
তোমার ভক্তিতে দাগ রক্তের
তুমি কাউকেই ভালোবাসনা
তুমি দেশাথি করতে এসেছো
দেশ প্রেমের কিছুই জানোনা
তুমি জানোনা, তুমি জানোনা
তুমি বহুদুর দূর দূর
বহুদুর দূর দূর
বহুদুর বেড়ে গিয়েছো
ধৈর্যের রস ঘিলু থেকে
তুমি সবটুকু শুষে নিয়েছো
তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনবোনা আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো
আমি অন্য কোথাও জাবোনা
আমি এই দেশেতেই থাকবো ।
হু…হুহু…হু
তুমি বাজে কথা খুব
জোরে জোরে জোরে
বার বার করে বলবে
তুমি এত কথা ভীড়ে
সত্যি গুলোকে
চুরমার করে চলবে
(X2)
আমি গোয়েবেলসের আয়না
ঠিক তোমাকেই দেখে ফেলেছি
এই হাঙরের দাঁত পুরোনো
তাতে পোকা লেগে গেছে দেখেছি
তুমি গরীবের ভালো চাও না
সেটা বোঝাতে বাকী রাখোনি
তুমি মিথ্যা পূজোতে ব্যস্ত
কোনো সত্যি লড়াইতে তুমি থাকোনি
তুমি সব ধরনের অঙ্ক
পাকিস্তান দিয়ে গুণ করেছ
তুমি সবাইকে খুব রাগিয়ে
নাছোর বান্দা করেই ছেড়েছো
(X2)
যাব জুলমো সেতামকে কোহে গারা
রোহিকিতারা উর্জায়েঙ্গে
রোহিকিতারা উর্জায়েঙ্গে হাম দেখেঙে
হাম দেখেঙে
হাম দেখেঙে
তুমি বহু দূর দূর বহু দূর দূর
বহু দূর বেড়ে গিয়েছ
ভারতের ভীত নাড়িয়ে
তুমি নিজের সমনকে ডেকে নিয়েছ
তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনবো না আর
যথেষ্ট বুঝি কীসে ভালো হবে
নিজেদের মতো ভাববো
আমি অন্য কোথাও যাব না
আমি ভারতবর্ষেই থাকবো।
Nijeder Mawte Nijeder Gaan songVideo
Song Details :
Song: Nijeder Mawte Nijeder Gaan
Singer: Arko Mukhaerjee , Subhadeep Guha , Anirban Bhattacharya , Anupam Roy , Anindya Chattopadhyay, Rupankar Bagchi, Debraj Bhattacharya , Sampa Biswas , Surangana Bandyopadhyay , Ujan Chatterjee , Rwitobroto Mukherjee, Riddhi Sen
Lyrics: Anirban Bhattacharya
Composer: Subhadeep Guha
Lable:CITIZENS UNITED
Language: Bengali