AMAR SONAR BANGLA Lyrics – National Anthem of Bangladesh : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে দেশবরেণ্য ৫০জন শিল্পীর সশ্রদ্ধ নিবেদন।
“AMAR SONAR BANGLA” TRACK INFO :
Song : Amar Sonar Bangla Ami Tomay Valobashi
Singer(‘s) : Kaushik Hossain and 50 Singers
Written By: Rabindranath Thakur(Tagore)
Amar Sonar Bangla Lyrics – National Anthem of Bangladesh
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি ।
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস আমার প্রাণে
ও মা আমার প্রাণে বাজায় বাঁশি ।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
ও মা ফাগুনে তোর আমের বনে
ঘ্রানে পাগল করে….
মরি হয়, হয় রে
ও মা ফাগুনে তোর আমের বনে
ঘ্রানে পাগল করে….
ও মা, আঘ্রানে তোর ভরা খেতে
কি দেখেছি…
আমি কি দেখেছি মধুর হাসি ।
সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো
কী আঁচল বিছায়েছ
বটের মূলে, নদীর কূলে কূলে।।
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো…
মরি হায়, হায় রে…..
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো–
মা, তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি।।
সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।।
Amar Sonar Bangla Music Video