Prem Janena (প্রেম জানেনা ) Krishna Naam song by Aritra, The Bengali Krishna Naam song ‘Prem Janena’ is Sung by Aritra Das Gupta, Lyrics and Music Composed by Traditional.
“ PREM JANENA – KRISHNA NAAM” TRACK INFO :
Singer : Aritra Das Gupta
Lyrics and Composition : Traditional
Music design : Amit-Ishan
Prem Janena Lyrics – Krishna Naam
প্রেম জানে না
কালা প্রেম জানে না
রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
(X2)
ও কালা রে
নদী উপার তোমার বাড়ি
যাওয়া আসা অধিক দেরী
যাব কি রব
কি সদাই করি মানা
আইতে যাইতে নদীর জল
থাকলাম কি ডুবলাম কি
খালাল খালাল করে রে
হায় হায় প্রাণের কালা রে
প্রেম জানে না
কালা প্রেম জানে না
রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
ও কালা রে
একলা ঘরে শুইয়া থাকি
পালঙ্ক উপরে মন মোর
আদিল বিলবিল করে
কলঙ্কেতে মরার পালা
কেররাম কি কুররাম কি
কেরাও কেরাও করে রে
হায় হায় প্রাণের কালা রে
প্রেম জানে না
কালা প্রেম জানে না
রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
ও কালা রে
তোমার আসায় বইসা থাকি
বট বৃক্ষের তলে মন মোর
তুইরাম তাইরাম করে
ভাদর মাসে দেওয়ার ঝরি
টাপ্পাস কি টুপ্পাস কি
ঝমঝমাইয়া পড়ে রে
হায় হায় প্রাণের কালা রে
প্রেম জানে না
কালা প্রেম জানে না
রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
কালা,
কতদিনে বন্ধুর সনে
হব দরিশন কালা রে
Prem Janena Lyrics – Aritra
Prem janena
Kala prem janene na
Rashik kalachad
Kala juira thake mon
Kotodine bondhur sone
Hobo dorishon kala re…
Prem Janena – Aritra |Krishna Naam Music Video