Bela Je Phuraaye Jai Song lyrics ,Sung By Debdeep Mukherjee and Music and Lyrics by Rajanikanta Sen.
Song : Bela Je Phuraaye Jai
Singer – Debdeep Mukherjee
Tune and lyrics – Rajanikanta Sen
Bela Je Phuraaye Jai (বেলা যে ফুরায়ে যায়) Lyrics – Rajanikanta Sen
বেলা যে ফুরায়ে যায়
খেলা কি ভাঙ্গেনা হায়
অবোধ জীবন পথযাত্রী
কী ভুলায়ে বসাইলো কপট পাশায়
কী ভুলায়ে বসাইলো কপট পাশায়
সকলই হারিলি তাই
তবু খেলা না ফুরায়
সকলই হারিলি তাই তবু খেলা না ফুরায়
অবোধ জীবন পথযাত্রী
বেলা যে ফুরায়ে যায়
পথের সম্বল গৃহের দান
বিবেক উজ্জ্বল সুন্দর প্রাণ
পথের সম্বল গৃহের দান
বিবেক উজ্জ্বল সুন্দর প্রাণ
তা কি পনে রাখা যায়
খেলায় তাকে হারায়
তা কি পনে রাখা যায়
খেলায় তাকে হারায়
অবোধ জীবন পথযাত্রী
বেলা যে ফুরায়ে যায়
আসিছে রাতি কত রবি মাতি
আসিছে রাতি কত রবি মাতি
সাথীরা যে চলে যায়
খেলা ফেলে চলে আয়
সাথীরা যে চলে যায়
খেলা ফেলে চলে আয়
অবোধ জীবন পথযাত্রী
বেলা যে ফুরায়ে যায়
খেলা কি ভাঙ্গেনা হায়
অবোধ জীবন পথযাত্রী
বেলা যে ফুরায়ে যায়